রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০৩ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানা এলাকায় করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তি (৪৬) বৃহস্পতিবার রাতে মারা গেছেন।
স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার দুপুরে মির্জাগঞ্জ উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের কিছমতপুর গ্রামে তার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি পেশায় একজন গাড়িচালক। তিনি তার স্ত্রী ও এক কন্যা সন্তান নিয়ে ঢাকা মহাখালীতে থাকতেন। এক সপ্তাহ যাবৎ তিনি জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন।
দুদিন আগে তিনি সপরিবারে মির্জাগঞ্জে তার বাড়িতে এসেছেন। বৃহস্পতিবার রাতে তার শ্বাসকষ্ট বেড়ে যায় এবং তিনি অসুস্থ হয়ে রাত ৯টার দিকে মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন জানান, মির্জাগঞ্জে মারা যাওয়া ব্যক্তিসহ তার সংস্পর্শে আসা পরিবারের সব সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেন বলেন, ওই ব্যক্তির পরিবারের অন্য সদস্যদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ হলে ওই বাড়ি লকডাউন করা হবে।
Leave a Reply