মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০২:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন ও আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা প্রদানসহ পাঁচ দফা দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা। রবিবার বেলা সাড়ে ১১টায় বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে চলমান জাতীয় রাজনৈতিক পরিস্থিতি ও শিক্ষা ব্যবস্থায় বৈষম্য ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরেন সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, দশ মাস পেরিয়ে গেলেও এখনো সরকার জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে ব্যর্থ। এটি একটি কৌশলগত টালবাহানা। আমরা এই বিলম্বকে গণআন্দোলনের সঙ্গে সরকারের অঙ্গীকার ভঙ্গ হিসেবে দেখি।
লিখিত বক্তব্যে পাঁচ দফা দাবি উত্থাপন করেন তারা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, চলমান রাজনৈতিক সংকট নিরসনে দ্রুত জুলাই সনদের ঘোষণা ও বাস্তবায়ন, আন্দোলনে আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার ব্যবস্থা, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নির্বাচন কমিশনের প্রধান উপদেষ্টার মন্তব্য প্রত্যাহার, গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করা এবং সংঘবদ্ধ অপরাধে জড়িত আওয়ামী লীগপন্থীদের দ্রুত আইনের আওতায় আনা।
সংগঠনের পক্ষ থেকে সাত কার্যদিবসের মধ্যে সরকারকে সনদ প্রকাশের আলটিমেটাম দেওয়া হয়। সময়মতো দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন নেতারা।
সংবাদ সম্মেলনে সংগঠনের বরিশাল জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, আমরা বৈষম্যের বিরুদ্ধে ছাত্রসমাজের ঐক্য চাই, বিশেষ কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা নয়। জনগণের স্বার্থে আমাদের আন্দোলন চলবে। তারা বলেন, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় ছাত্রসমাজ পিছিয়ে থাকবে না। আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই দাবি আদায় করবো।
এছাড়া আহত শিক্ষার্থীদের নামের তালিকা সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয় এবং চিকিৎসাব্যয়ের দাপ্তরিক প্রমাণসহ ক্ষতিপূরণ দাবি করা হয়।
Leave a Reply