রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৫৫ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে আবদুল বারেক গাজী (৫০) নামের আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যায় পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসাপতালে তিনি মারা যান। আবদুল বারেক পটুয়াখালী জেলা শহরের আদালত পাড়ার বাসিন্দা ছিলেন। এর আগে করোনায় আক্রান্ত হয়ে পটুয়াখালী জেলায় তিনজনের মৃত্যু হয়।
এছাড়া পুলিশ, চিকিৎসক, শিক্ষিকাসহ এ পর্যন্ত ৩০ জন আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন পটুয়াখালী সিভিল সার্জন মোহাম্মদ জাহাংগীর আলম। আক্রান্ত ব্যক্তিরা আইসোলেশনসহ নানা প্রক্রিয়ায় চিকিৎসাধীন রয়েছেন।
মৃতের পরিবারের বরাত দিয়ে পৌর এলাকার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাহিদ হোসেন জানান, বারেক ১০/১২ দিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে বুধবার সন্ধ্যায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তির কিছুক্ষণ পর তিনি মারা যান।
পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আবদুল মতিন জানান, করোনার উপসর্গ নিয়ে বুধবার রাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হবে। নিয়ম মেনে তার দাফন সম্পন্ন হবে।
Leave a Reply