রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪১ অপরাহ্ন
কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালী জেলার কলাপাড়া থানার ডালবুগঞ্জ ইউনিয়নের খাপড়াভাঙ্গা গ্রামে করোনার উপসর্গ নিয়ে পিয়ারা বেগম (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন।
সে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। সোমবার মধ্যরাতে বরিশালে চিকিৎসারত অবস্থায় মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান।
তিনি আরও জানান, মৃত পিয়ারা বেগম ওই গ্রামের আব্দুল আলী চৌকিদারের স্ত্রী। গত প্রায় চার মাস ধরে মেয়ে জামাই মো. মোসলেমের মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামের বাড়িতে থাকতেন। তিনি কিডনি, লিভারসহ শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, তার অবস্থার অবনতি হলে রোববার বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনার পরে পুলিশ ও স্বাস্থ্য বিভাগ সেরাজপুর গ্রামে মৃতের জামাইবাড়িসহ আশাপাশের কয়টি বাড়ি লকডাউন করে দিয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার জানান, মৃতের সংস্পর্শে থাকা লোকজনের বাড়ি আপাতত লকডাউন করা হয়েছে। তাদের নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া কোভিড প্রটোকলে তার মৃতদেহ দাফনের উদ্যোগ নেওয়া হয়েছে।
Leave a Reply