মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর মির্জাগঞ্জে ইউপি সদস্যের বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৩ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার আন্দুয়া কলাগাছিয়া গ্রামে ২নং মির্জাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জাফর মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে। মুখোশধারী সংঘবদ্ধ ডাকাতদল বাড়ির প্রধান দরজা ভেঙে ঘরে প্রবেশ করে।
ডাকাতির সময় ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে জাফর মেম্বারসহ পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে জিম্মি করে ফেলে। একপর্যায়ে বাড়ির এক শিশুর গলায় ছুরি ধরে ভয়ভীতি দেখিয়ে ঘরের আলমারি ভেঙে নগদ প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকা, প্রায় ৪ ভরি স্বর্ণালংকার ও চারটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
আহত ইউপি সদস্য জাফর জানান, ডাকাতদের মুখ কাপড়ে ঢাকা ছিল, ফলে কাউকেই চিনতে পারেননি। তিনি জানান, পুরো পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছে এবং শিশু সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছে।
ঘটনার খবর পেয়ে সকালে মির্জাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যেই ডাকাতদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়রা জানান, এলাকায় এধরনের ডাকাতির ঘটনা আগে কখনও ঘটেনি। তারা রাতের নিরাপত্তা জোরদার করার জন্য পুলিশের টহল বাড়ানোর দাবি জানান। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষ তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
Leave a Reply