সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৮ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালী জেলায় নতুন করে ৩৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক, ব্যাংক কর্মকর্তা ও ব্যবসায়ী রয়েছেন। এ নিয়ে পটুয়াখালী জেলায় কোভিড-১৯ আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৪৭১।
ঢাকা থেকে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার পর গতকাল শুক্রবার রাতে পটুয়াখালীর সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেছেন। পটুয়াখালীর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, পটুয়াখালী জেলায় নতুন আক্রান্ত ৩৪ জনের মধ্যে সদর উপজেলায় ২৪ জন, কলাপাড়ায় চারজন, বাউফল উপজেলায় তিনজন, দুমকি উপজেলায় দুজন ও গলাচিপা উপজেলায় একজন রয়েছেন।
পটুয়াখালীতে করোনাভাইরাসে সংক্রমিত এক নারী গতকাল মারা গেছেন। ওই নারীর বাড়ি দুমকি উপজেলার পাঙ্গাসিয়া গ্রামে। ওই নারীর বয়স ৫৫ বছর। গত ২২ জুন তিনি পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি ঘটলে ২ জুলাই তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকেলে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ২২ জন। বাউফলে ৭ জন, দুমকিতে ৩ জন, কলাপাড়ায় দুজন, সদর উপজেলায় ৪ জন, গলাচিপায় ৩ জন এবং দশমিনা, মির্জাগঞ্জ ও রাঙ্গাবালী উপজেলায় একজন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন।
পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, জেলায় গতকাল পর্যন্ত মোট ৪ হাজার ৫১১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৮৫৯ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। তাঁদের মধ্যে ৪৭১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। কোভিড-১৯–এ আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নতুন করে ১৫ জনসহ মোট ১০৮ জন সুস্থ হওয়ার পর আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন।
Leave a Reply