সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৩০ পূর্বাহ্ন
আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফলে প্রতিনিয়তই বাড়ছে করোনা সংক্রমণ। সর্বশেষ শুক্রবার দুপুরে পাওয়া তথ্য অনুযায়ী বাউফলে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন বাউফল উপজেলা সহকারী কমিশনার ভূমি(এসিল্যান্ড) আনিসুর রহমান বালি, বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুব্রত কুমার এবং কভিড-১৯ প্রতিরোধে স্বেচ্ছাসেবক টীমের সদস্য আরিফুর রহমান। সব মিলিয়ে এ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৭ জন।
এছাড়া করোনা সংক্রমণে মৃত্যু বরন করেছেন ৭ জন এবং করোনা উপসর্গে মারা গেছেন আরো অন্তত ১৫ জন। এদিকে করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহে স্বজনপ্রীতির অভিযোগ করেছেন টেস্ট করাতে আসা রোগীর স্বজনরা। রয়েছে যথা সময়ে টেস্টের রিপোর্ট না পাওয়ারও অভিযোগ।
করোনা পরিস্থিতি নিয়ে ডা. আখতারুজ্জামান বলেন, আক্রান্তদের অধিকাংশই শারীরিক অবস্থা ভালো রয়েছে। হোম আইসোলেসনে রেখে লক্ষণ দেখে চিকিৎসা দেয়া হচ্ছে। নমুনা সংগ্রহে স্বজনপ্রীতির অভিযোগ সত্য নয় তবে রিপোর্ট পেতে সময় লাগার বিষয়ে আমাদের কিছু করার নেই বলে জানান তিনি।
Leave a Reply