রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীতে ‘অজ্ঞান পার্টির’ তিন সদস্য ধরা পড়েছে; যাদের একজনকে বরিশাল বিভাগীয় চক্রের প্রধান সমন্বয়কারী বলছে পুলিশ। বুধবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পটুয়াখালী পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন সদর উপজেলার লাউকাঠি গ্রামের রতন কর্মকার (৩৪), গলাচিপার বোয়ালিয়া এলাকার মো. রাশেদুল মৃধা (৩২) ও বরগুনার আমতলী উপজেলার গেরাবুনিয়ার মো. মাহাতাব হোসেন (৩৯)।
পুলিশ জানায়, বুধবার দুপুরে প্রথমে মাহাতাবকে গলাচিপার ভাওয়ানিয়া থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে গলাচিপা-রাঙ্গাবালী নৌপথের বোয়ালিয়া স্পিডবোট ঘাট থেকে রাশেদুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দুজনের স্বীকারোক্তির ভিত্তিতে রাতেই সদর উপজেলার লাউকাঠি গ্রামের সোনা ব্যবসায়ী রতন কর্মকারকে গ্রেপ্তার করে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাইদুল ইসলাম বলেন, চক্রের সদস্যরা গোপনে বিভিন্ন বাসা-বাড়িতে প্রবেশ করে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে পরিবারের সকলকে অজ্ঞান করতেন। পরে সুযোগ বুঝে চক্রটি লুটপাট চালাত।
“এ পন্থা অবলম্বন করে তারা বরিশাল বিভাগের সব জেলায় লুটপাট চালিয়েছে। তাদের সঙ্গে এ বিভাগের বাইরেরও অনেকে যুক্ত আছে। তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও ৫ জনের নাম পাওয়া গেছে। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
পুলিশ সুপার আরও বলেন, এ ‘চক্রের প্রধান’ রাশেদুলকে গ্রেপ্তারের পর তার শহরের কলাতলায় ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ।
অভিযানে চোরাই থ্রি-পিচ, সোনার গহনা, মোবাইল ফোন, চাকু, খেলনা পিস্তল, ছোরা, সোনা মাপার যন্ত্র, চোরাই মোটরসাইকেল, চুরির কাজে ব্যবহৃত টুপি, কালো প্যান্ট, মাস্ক, চেতনা নাশক ওষুধ ও ট্যাবলেটসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। দুমকি থানায় একটি লুটপাটের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার।
Leave a Reply