সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৪৫ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর ২৫০শয্যাবিশিষ্ট হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন দুই জন করোনা উপসর্গ নিয়ে আজ মারা গেছেন। পটুয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. কামরুজ্জামান জানান, আবু জাফর (৬০)নামে এক ব্যক্তি১৪ জুন করোনা উপসর্গে নিয়ে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়। আজ ভোর চারটায় চিকিৎসাধীন অবস্থায় আবু জাফর মারা যায়। আবু জাফরের বাসা শহরের ৯ নং ওয়ার্ডের নন্দ কানাই এলাকায়। আবু জাফর এর নমুনা ইতোপূর্বে সংগ্রহ করা হয়েছে রিপোর্ট আজ পর্যন্ত পাওয়া যায়নি।
এদিকে আজ সকালে মমতাজ বেগম নামে এক মহিলা ভোর রাত দুইটার সময় পটুয়াখালী জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়, সকাল আটটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মমতাজ মারা যাওয়ার পর মৃতদেহ নমুনা সংগ্রহ করা হয়েছে লাশ কোভিড প্রটোকল অনুযায়ী দাফন করা হবে। এছাড়াও গতকাল হাসিনা বেগম (৭০)নামে এক মহিলা করোনা উপসর্গ নিয়ে পটুয়াখালী জেনারেল হাসপাতালে মারা যান। ভোর পাঁচটার পরে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়, পরে সকাল সাড়ে ছয়টার দিকে তিনি মারা যান। নমুনা সংগ্রহ শেষে কোভিড প্রটোকল অনুযায়ী দাফন করা হয়েছে।
Leave a Reply