বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির সদর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১৩ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে চারটার দিকে ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ইছানীল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়াগামী সাকুরা পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো ব-১৪-৫৪৮১) ঝালকাঠি শহর অতিক্রম করার পর ইছানীল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, “উদ্ধার অভিযান এখনো চলমান। আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি বাসের নিচে কেউ চাপা পড়ে আছে কি না।”
বাসে থাকা আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, “আহতদের বেশিরভাগই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। আমরা ঘটনাস্থলে উপস্থিত থেকে তদন্ত কার্যক্রম পরিচালনা করছি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিল। সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
তবে একই এলাকায় একের পর এক দুর্ঘটনার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মাত্র তিন দিন আগেই (১২ এপ্রিল) একই স্থানে ইতালি পরিবহনের একটি বাস খাদে পড়ে দুর্ঘটনায় পড়ে। স্থানীয়দের অভিযোগ, ইছানীল এলাকায় সড়কটি সরু, বাঁকযুক্ত এবং অপর্যাপ্ত সিগনালিং ব্যবস্থা থাকায় বারবার দুর্ঘটনা ঘটছে।
স্থানীয় বাসিন্দা সেলিম হাওলাদার বলেন, “এখানে বারবার বাস খাদে পড়ছে। আমরা ভয়েই থাকি কখন কী হয়। দ্রুত এই এলাকায় স্পিড ব্রেকার, সতর্কতামূলক সাইনবোর্ড ও রাস্তার উন্নয়ন প্রয়োজন।”
এ বিষয়ে ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের একজন কর্মকর্তা বলেন, “এলাকাটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। খুব শিগগিরই এখানে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস দিলেও এখনই কার্যকর ব্যবস্থা না নিলে বড় ধরনের প্রাণহানির শঙ্কা থেকে যাচ্ছে।
Leave a Reply