বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
ঝালকাঠী প্রতিনিধি ॥ ঝালকাঠি সদর উপজেলার হিমানন্দকাঠি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির এক ছাত্রী শিক্ষক কর্তৃক শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। রোববার (১৮ মে) স্কুল চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক মাওলানা মনিরুল ইসলাম একইসঙ্গে ঝালকাঠি সদর থানার জামায়াতের নায়েবে আমির পদে রয়েছেন, যা ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বিদ্যালয়ের ইংরেজি ক্লাস চলাকালে ছাত্রী সাদিয়া অঙ্ক করছিলেন বলে অভিযোগ। শিক্ষক মনিরুল ইসলাম জানান, “আমি তাকে নিষেধ করার পরও সে অঙ্ক করছিল, তাই কানের ওপর থাপ্পড় দিই। পরে জানতে পারি তার কানে আগেই সমস্যা ছিল।” তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে অনুতপ্ত হয়েছেন এবং বলেন, “কানে মারা আমার উচিত হয়নি।”
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. গোলাম কিবরিয়া জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযুক্ত শিক্ষক ফোনে স্বীকারোক্তি দিয়েছেন। তিনি বলেন, “আমি প্রধান শিক্ষককে দ্রুত ব্যবস্থা নিতে বলেছি এবং ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি অবহিত করেছি।” এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান শিক্ষকের মাধ্যমে ঘটনার বিস্তারিত জেনেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতুল কুমার রায় জানিয়েছেন, “২০ মে দুপুরে আহত ছাত্রীর অভিভাবকদের নিয়ে আমরা বসছি। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানে এগোচ্ছি।” প্রধান শিক্ষকের মোবাইল ফোনে ছাত্রীর মা জানান, “আমরা পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করিনি।”
তবে শিক্ষক দ্বারা ছাত্রী নির্যাতনের ঘটনায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন, আবার কেউ বিষয়টিকে পারিবারিক সমঝোতার মধ্যেই রাখতে চাচ্ছেন।
Leave a Reply