কুয়াকাটায় রাখাইনদের বিরোধীয় জমিতে স্থাপণা নির্মাণের অভিযোগ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
যুক্তরাষ্ট্রে রাহুলের বৈঠক, বাংলাদেশ ইস্যু আলোচনা মিডিয়া কমিশন গঠন করা সরকারের সক্রিয় বিবেচনাধীন: ড. ইউনূস সড়কে সাঁকো দিয়ে চলাচল করছেন বরিশাল সিটির বাসিন্দারা ! জাতির উদ্দেশে ভাষণে ড. ইউনূস: গণ-অভ্যুত্থানের শহীদদের পুনর্বাসন, সেনাবাহিনীকে ধন্যবাদ ছাত্রাবাসের নিয়ম ভেঙে বিএম কলেজের সমন্বয়ক শাহাবুদ্দিন বহিষ্কৃত বরিশালে ফের সাউন্ড গ্রেনেড উদ্ধার, নগরজুড়ে আতঙ্ক শ্রমিকদের কর্মবিরতিতে বরিশালে অভ্যন্তরীণ বাস চলাচল বন্ধ পুলিশ সংস্কারের অংশ হিসেবে বরিশালে চার থানার ওসি একযোগে বদলি চাঁদের দূরত্ব বাড়ছে, ২০ কোটি বছর পর ২৫ ঘণ্টায় হবে এক দিন তৈয়ব আলীর করলা চাষ: সাফল্যের নতুন দৃষ্টান্ত কাউখালীতে




কুয়াকাটায় রাখাইনদের বিরোধীয় জমিতে স্থাপণা নির্মাণের অভিযোগ

কুয়াকাটায় রাখাইনদের বিরোধীয় জমিতে স্থাপণা নির্মাণের অভিযোগ




কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় উচ্চ আদালতের আদেশ অমান্য করে রাখাইনদের বিরোধীয় জমির আকার আকৃতি পরিবর্তন সহ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। অবসরপ্রাপ্ত একাধিক সেনা কর্মকর্তার নামে সাইনবোর্ড টাঙ্গিয়ে জোরপুর্বক জমিতে স্থাপণা নির্মাণ করছে জনৈক কাজী আলমগীর গংরা এমন অভিযোগ রাখাইনদের। এতে বাধা দিলে তারা তা মানছেন না। এ বিষয়ে মহিপুর থানা, জেলা প্রশাসন সহ ভূমি প্রশাসনকে জানালেও প্রতিকার না পেয়ে হতাশ ক্ষুদ্র নৃ-গোষ্টির ভূক্তভোগি কয়েকটি পরিবার। তবে এমন অভিযোগ অস্বীকার করে অভিযুক্তরা বলেন তারা কারো জমি জোরপুর্বক দখল করেননি। বৈধ কাগজপত্র দেখে ক্রয় করেছেন।

জানা গেছে, জেএল ৩৪ নং লতাচাপলী মৌজার আর এস খতিয়ান ১৫৬, এস এ ৬৪৪ নং খতিয়ান এবং রায়তী ২৩৯ নং খতয়িানের এস এ ৫৩৬০, ৫৩৬১, ৫৩৬২, ৫৩৭৫,৫৩৪২,৫৩৮২,৫৩৫১, ৫৩৫৯,৫৪৪৮ নং দাগের ১৬.৯৭ একর জমির মালিকানা নিয়ে পটুয়াখালী সিনিয়র সহকারী জজ আদালতে রাখাইনরা বাদী হয়ে একটি মামলা করেন। যার মামলা নং ৫৭/১৯৯৮। এ মামলায় রাখাইনরা ডিগ্রি পায়। পরবর্তীতে বিবাদী পক্ষ উক্ত রায় ডিগ্রির বিপরীতে জেলা দ্বায়রা জজ আদালতে ০৮/২০১৭ ও ০৯/২০১৭ আপিল করে। ওই আপিলে রাখাইনরা পুনরায় রায় ডিগ্রি পায়। পরবর্তীতে বাদী পক্ষ ওই বছর পটুয়াখালী ১ম যুগ্ম জজ আদালতে নিষেধাজ্ঞা চাইলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমিতে বিবাদী পক্ষ কাজ করিলে আদালতে ভায়লেশন মামলা করা হয়। যাহা চলমান রয়েছে। যার মামলা নং ০৩/২০২০ইং। অপরদিকে বিবাদী পক্ষ ক্ষিপ্ত হইয়া জেলা দ্বায়রা জজ আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে সিভিল রিভিশন ৩৫৯৪/২০১৯ ও ৩৫৯৫/২০১৯ ইং নং মামলা দায়ের করে। উক্ত মামলায় উচ্চ আদালতের বিচারক স্থিতিতাবস্থার আদেশ দেন। উচ্চ আদালতের আদেশ অমান্য করে বিবাদী পক্ষ জমির আকার আকৃতি পরিবর্তন সহ স্থাপণা নির্মানের উদ্যোগ নেয়। এ বিষয়ে মহিপুর থানা পুলিশকে লিখিতভাবে অবহিত করলেও তারা নানা অজুহাতে এরিয়ে গিয়ে বিবাদী পক্ষকে স্থাপণা নির্মানের সূযোগ করে দেয় এমন অভিযোগ রাখাইনদের।

কুয়াকাটা কেরানী পাড়ার মাতুব্বর উচাচিং বলেন, তার স্ত্রী এবং আত্মীয় স্বজনরা জমির মালিকানা দাবী নিয়ে দীর্ঘ বছর ধরে মামলা চালিয়ে আসছে। আদালতের দীর্ঘ সুত্রতায় এসব বিরোধীয় জমিতে বিবাদীরা জাল দলিল সৃস্টির মাধ্যমে বিভিন্ন বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে। মামলা চলমান অবস্থায় এসব বিরোধীয় জমি ভূমি রেজিস্ট্রি অফিসের কতিপয় অসাধূ কর্মকর্তার সহযোগিতায় দলিল সম্পাদন করে। যাহা সম্পুর্ণ অবৈধ। তিনি অভিযোগ করেন, জনৈক আলমগীর গংরা অবসরপ্রাপ্ত ১০ জন সেনা সদস্যের নাম ব্যবহার করে বিরোধীয় জমিতে স্থাপণা নির্মাণ করছে। এছাড়াও এসব বিরোধীয় জমিতে কতিপয় ব্যক্তি নগর ও গৃহায়ন আইন অমান্য করে অনুমোদন বিহীন বাউন্ডারী ওয়াল সহ পাকা স্থাপণা নির্মাণ করছে। যা পর্যটন বিনির্মাণে বড় অন্তরায় হয়ে দাড়াবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠি হওয়ায় তাদের জনবল কম থাকায় বিবাদীরা জোরপুর্বক এসব করছে। তারা কুয়াকাটা পৌর মেয়র সহ জেলা প্রশাসন থেকে শুরু করে পুলিশের সহযোগিতা চাইলেও তা পাচ্ছেন না। তার অভিযোগ উল্টো তাদের উচ্ছেদসহ নানা রকম ভয়ভীতি প্রদর্শণ করে আসছে। আমরা এখন নিরাপত্তাহীনতার মধ্যে আছি।

এ বিষয় অভিযুক্ত আলমগীর গংদের নিযুক্ত প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম এই প্রতিবেদককে জানান, রাখাইনদের বিরোধীয় জমির সাথে তাদের জমির কোন সম্পর্ক নেই। তারা হাজী ইসমাইলের কাছ থেকে ৬৬ শতাংশ জমি ক্রয় করে বালু ভরাট, বাউন্ডারী ওয়াল নির্মাণ করছেন। যার বিএস রেকর্ড রয়েছে। নির্মাণ কাজ বন্ধে বাদী পক্ষ থানায় অভিযোগ করলে থানা পুলিশ তাদের দাবী নামার কোন সত্যতা না পেয়ে আমাদের কাজ করার জন্য বলেছেন। কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা মিলে এই জমি ক্রয় করেছেন। অনুমোদন না নিয়ে জমির আকার আকৃতি পরিবর্তন করার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, পৌর কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে কাজ করা হচ্ছে।

এ ব্যাপারে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বরিশাল আঞ্চলিক সমন্নয়কারী লিংকন বায়েন বলেন, রাখাইনদের ভূমির মামলা জটিলতা দ্রুত নিরসনে বিচার বিভাগ ও ভূমি প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। পাশপাশি ভূমি জটিলতার সমাধান না করে যত্রতত্র ভবন নির্মাণ বেআইনী। পর্যটন আইন অনুযায়ী পৌর কর্তৃপক্ষের ভবন নির্মানে অনুমোদনের এখতিয়ার না থাকলেও ঢালাও ভাবে পৌর কর নেয়ার মাধ্যমে প্রাথমিক অনুমোদন দেওয়ায় কুয়াকাটায় পরিকল্পিত নগরায়নে বড় বাধা হয়ে দাড়াবে এমনটাই মনে করছেন পরিবেশ আইনবিদ। তিনি আরো বলেন, পরিকল্পিত পর্যটন নগরী গড়তে হলে এখনই অনুমোদন বিহীন ভবন নির্মাণ বন্ধে সরকারের উদ্যোগ নেয়া প্রয়োজন। অন্যথায় পরিকল্পিত নগরায়ণে ব্যর্থ হবে নগর উন্নয়ন কর্তৃপক্ষ।

এ বিষয়ে মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন তালুকদার বলেন, সিভিল আদালতে মামলা চলমান অবস্থায় পুলিশের হস্তক্ষেপ করার বিধান নেই। জমিতে নিষেধাজ্ঞা থাকলেও সেখানে কোন দাগ উল্লেখ নেই। যার কারনে আইনী পদক্ষেপ নেয়া সম্ভব হয়নি। তিনি আরো বলেন, ১০ জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জমি ক্রয় করে স্থাপণা নির্মাণ করছে। তারা বিনিয়োগকারী। তাদের দ্বারা আইন শৃঙ্খলা বিনষ্ট হবার কোন সম্ভাবনা নেই।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD