বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৬ পূর্বাহ্ন
কলাপাড়া প্রতিনিধি: ছাত্র জনতাকে সাথে নিয়ে সমুদ্র সৈকত পরিস্কার পরিচ্ছন্নতার মধ্যদিয়ে সারাদেশের ন্যায় পটুয়াখালীর কুয়াকাটায় থানার কার্যক্রম শুরু করেছে মহিপুর থানা পুলিশ।
সোমবার (১২ আগস্ট) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও মহিপুর থানা পুলিশ এবং কুয়াকাটা পৌর বিএনপির যৌথ উদ্যোগে সমুদ্র সৈকতে এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এতে সহযোগীতা করেন স্থানীয় সাধারণ মানুষ ও পর্যটকরা। তবে এখনো কাজে ফেরেনি ট্যুরিস্ট পুলিশ।
ছাত্র-জনতা, পুলিশ, বিএনপিসহ স্থানীয় সাধারণ মানুষ পর্যটকরা এতে অংশ নেয়। কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে শুরু করে ফিশফ্রাই মার্কেট পর্যন্ত পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন তালুকদার,ঢাবি সমন্বয়ক শহিদুল ইসলাম সৈকত, রফিকুল ইসলাম, রাকিব হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মো. ইমরান হোসেন, সাত কলেজ সমন্বয়ক শামিম রেজা, মোহাম্মদ মহিমসহ কুয়াকাটা পৌরবিএনপির সভাপতি আ. আজিজ মুসুল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ।
Leave a Reply