মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০২:২৫ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির কাঁঠালিয়ার বটতলা বাজারে পুলিশ পরিচয়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়রা এই ঘটনার প্রতিবাদে ৩ মে শনিবার সকাল ১০টায় মানববন্ধন আয়োজন করেন। এতে ক্ষতিগ্রস্ত পরিবারসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ভুক্তভোগী মো. হারুন অর রশিদ ও তার পরিবার জানায়, গত বৃহস্পতিবার ভোররাতে আনইলবুনিয়া গ্রামের নাসির খান সরোয়ারের ভাড়াটে সন্ত্রাসীরা পুলিশ পরিচয়ে তাদের বাড়িতে হামলা চালায়। তারা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে আটকে রাখে এবং ৮ ভরি স্বর্ণালঙ্কার, ৫টি মোবাইল ফোন, ৭৪ হাজার টাকা, এবং জমি-জমার দলিলপত্র লুট করে নেয়। হামলাকারীরা বটতলা বাজারের ছয়টি দোকানঘরও গুড়িয়ে দেয় এবং সেখান থেকে মালামাল ও টাকা লুট করে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি অনুযায়ী প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার পরপরই মামলার পর পুলিশ চার দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বক্তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। স্থানীয়রা প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন। তারা আরও জানান, ঘটনার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাদের সন্তানরা ভয়ভীতি নিয়ে স্কুলে যেতে পারছে না।
Leave a Reply