রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব পিরোজপুর জেলা উদীচীর সভাপতি অ্যাডভোকেট এমএ মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদা দাফন সম্পন্ন হয়েছে।বুধবার বাদ যোহর পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার জানাজায় বিভিন্ন রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬.১০টায় হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। সন্ধ্যায় শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ইশতিয়াক আহম্মেদ তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।অ্যাডভোকেট এমএ মান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
Leave a Reply