মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:১৮ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুরে “সংঘাত নয়-ঐক্যের বাংলাদেশ গড়ি” এই শ্লোগানে আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বানে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় রাজাপুর উপজেলা প্রেসক্লাব চত্বরে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর উদ্যোগে এই মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন পিএফজির উপজেলা কো-অর্ডিনেটর এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল। মানববন্ধনে বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আলহাজ মো. জাকির হোসেন মিনু, জামায়াত ইসলামীর রাজাপুর আমীর মাওলানা কবির হোসেন, পিএফজি অ্যাম্বাসেডর এবং জাতীয় পার্টির সভাপতি কামরুল ইসলাম দুলাল, ইসলামী আন্দোলন রাজাপুর শাখার সাধারণ সম্পাদক আল আমিন রুম্মান গাজী এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান খান।
এছাড়া রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, কলেজ শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে ধর্মীয়, সামাজিক এবং রাজনৈতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভাজন তৈরির অপচেষ্টা চলছে। এই ধরনের ষড়যন্ত্র দেশের ধর্মীয় সম্প্রীতি, সামাজিক বন্ধন এবং উন্নয়ন প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। তারা জানান, সম্প্রতি কিছু ধর্মীয় সংগঠনের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে, যা সমাজে সহাবস্থানের পরিবেশ নষ্ট করতে পারে।
বক্তারা আরও বলেন, সকল শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করে এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তারা একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
Leave a Reply