শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন
রাজাপুর প্রতিনিধি ॥
ঝালকাঠির রাজাপুরের পশ্চিম রাজাপুর গ্রামের শ্যানেরতাল্লুক খলিফাবাড়ি এলাকার ব্যবসায়ী মাহবুব হোসেনের ঘরে বৃহস্পতিবার গভীররাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ,টাকা, সোনা ও মালপত্র নিয়ে গেছে। এ ঘটনায় উপজেলার মনোহরপুর গ্রামের নুরুল ইসলাম খলিফার ছেলে জামাল খলিফা (৩৫) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ব্যবসায়ী মাহবুব হোসের স্ত্রী মালা বেগম জানান, তার স্বামী দীর্ঘদিন বাহরাইনে ছিল।
প্রবাসী জীবন শেষে কয়েকমাস পূর্বে দেশে এসে ফলের আড়ৎ দিয়ে বর্তমানে ঢাকায় অবস্থান করে ব্যবসা করছেন। মালা বেগম আরও জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঘরের দক্ষিণ পাশের পেছনের দরজার পাশের জানালার গ্রীল ভেঙে দরজা খুলে মুখোশধারী ৭ জনের ডাকাতদল ঘরে প্রবেশ করে গৃহকর্তী মালা বেগম, তার বোন ও তাদের ছেলে-মেয়েসহ ঘরে থাকা ৬জনকে দেশীয় অস্ত্রের (চাকু, রামদা ও রেইঞ্চ) মুখে জিম্মি করে ঘরে থাকা দেড় লাখ টাকা, ৬ ভরিসোনা, ৩টি মোবাইল, ২টি লাইটসহ লুটে নেয়। ঘরে কোন পুরুষ লোক না থাকায় ডাকাতরা প্রায় ঘণ্টাব্যাপি লুটপাটের তান্ডব চালায়। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। রাজাপুর থানার ওসি শামসুল আরেফিন জানান, ঘটনার পরপরই ভোররাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
Leave a Reply