রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:০৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ রুস্তুম আলী ফরাজিকে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি করা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আ‘লীগ মনোনীত প্রার্থী হোসাইন মোশারফ সাকু কর্তৃক মে দিবসের শ্রমিক সমাবেশে মুক্তিযোদ্ধাদের কটুক্তি করার প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা। আজ শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার সম্মূখ সড়কে একই স্থানে ব্যানার পাল্টিয়ে এ দুটি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ক্ষুব্দ মুক্তিযোদ্ধারা। এতে শতাধিক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সদস্যরা অংশগ্রহণ করেন।
এ সময় প্রতিবাদ সমাবেশে মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, সাবেক ডেপুটি কমান্ডার মো. লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান ও মো. রফিকুল ইসলাম জালাল প্রমূখ।
সমাবেশে বক্তারা ডাঃ রুস্তুম আলী ফরাজি এমপি‘কে অমুক্তিযোদ্ধা দাবি করে যাচাই-বাছাই কমিটির সভাপতির পদ থেকে বাদ দিয়ে প্রকৃত একজন মুক্তিযোদ্ধাকে সভাপতি করার আহ্ববান জানান।
এ ব্যাপারে সংসদ সদস্য ডাঃ মো. রুস্তুম আলী ফরাজি এমপি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রনালয় আমাকে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি মনোনীত করেছেন। স্বচ্ছভাবে তালিকা প্রণয়নের জন্য আমি সাবেক উপজেলা কমান্ডার বাচ্চু মিয়া আকন ও মুক্তিযোদ্ধ আঃ লতীফকে দায়িত্ব দিয়েছি।
তার বিরুদ্ধে আনীত অমুক্তিযোদ্ধার অভিযোগ অস্বীকার করে ডাঃ ফরাজী আরও বলেন, আমি মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি ছিলাম এবং সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি।
Leave a Reply