রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:০১ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে গত ২৪ ঘন্টায় আরো ১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৩ জনে।
আক্রান্তদের মধ্যে ১২ জন হলেন পুলিশ সদস্য তার সবাই বরিশাল পুলিশে কর্মরত আছেন তারা সবাই পুরুষ বয়স (৪৪, ৩৪, ২৫, ৪৩, ২৯, ৩০, ২৮, ৩৮, ৪৮, ৪৭, ৪৪, ৫৫)। অন্য দুইজন বরিশাল মহানগরীর নাজির মহল্লা এলাকার বাসিন্দা পুরুষ বয়স (৫২, ১৫), অন্য একজন বরিশাল মহানগরীর চকবাজার এলাকার বাসিন্দা পুরুষ বয়স (৩৩) তাদের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।
আজ ১৯ মে মঙ্গলবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে আজ ১৫ জনের রিপোর্ট পরেজটিভ আসে।
বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, আক্রান্ত ১৫ ব্যক্তির অবস্থান অনুযায়ী লকডাউন করা হয়েছে। তাদের পাশে বসবাসকারীদেরও লকডাউনের প্রক্রিয়া চলছে। এ পর্যন্ত বরিশাল জেলায় ২৮ জন নারী এবং ৭৫ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে।
বরিশাল জেলায় করোনা আক্রান্তের মধ্যে বরিশাল মহানগরী ৬১, সদর উপজেলা ২জন (রায়পাশা কড়াপুর এবং চরমোনাই), বাবুগঞ্জ ১২জন, মেহেন্দীগঞ্জ ৫জন, উজিরপুর ৭জন, হিজলা ৩জন, গৌরনদীতে ৩জন, বানারীপাড়া ৩জন, বাকেরগঞ্জে ৩জন, মুলাদী ২জন এবং আগৈলঝাড়া ২জন করোনা রোগী শনাক্ত করা হয়। জেলায় মোট ৩৮ জন ব্যক্তি করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছে।
উল্লেখ্য ১৩ মে বরিশাল সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট কর্মরত ০১ জনসহ করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ৯ জন চিকিৎসক এদের মধ্যে ৪ জন ইন্টার্ন চিকিৎসক, ৬ জন নার্স, ১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক, ১ জন মেডিকেল টেকনোলজিস্টসহ মোট ১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।
Leave a Reply