রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে গত ২৪ ঘণ্টায় ৭৮ জনের মধ্যে নতুন করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্তের হার দাঁড়িয়েছে ২৮ দশমিক ২ শতাংশ। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের সিভিল সার্জন ডা. মারিয়া হাসান।
বরিশাল সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, শনাক্ত ২২ জনের মধ্যে সিটি করপোরেশনে ১০ জন, বাকেরগঞ্জ উপজেলায় ৫ জন, বাবুগঞ্জ উপজেলায় একজন, বানারীপাড়া উপজেলায় একজন, গৌরনদী উপজেলায় একজন এবং উজিরপুর উপজেলায় ৩ জন শনাক্ত হয়। এ ছাড়া সরকারি একজন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। এরা সবাই নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৮ হাজার ৪৫৫ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১২ জন। এর মধ্যে হাসপাতাল থেকে ২ জন ও বাড়ি থেকে ১০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৮ হাজার ১৬৭ জন। আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ২৩০ জন।
এদিকে বিদেশগামীদের নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৯২৪ জনের, যাদের মধ্যে ৭ হাজার ৯০৩ জনের ফলাফল এসেছে। ৭ হাজার ৬৮৭ জন করোনা নেগেটিভ এবং ১৯৬ জন করোনা পজিটিভ, এ ছাড়া ২০ জন বাতিল হয়েছেন। বরিশালের সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, গত ২৪ ঘণ্টায় কারোর মৃত্যু না হলেও শনাক্ত বেড়েছে।
Leave a Reply