সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৩০ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসক এমদাদুল্লাহ (৫৮) মারা গেছেন। তিনি বরিশাল সদর হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ছিলেন।
শুক্রবার (১৯ জুন) বিকাল ৫টা ৩৫ মিনিটে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন। এর আগে ডা. এমদাদুল্লাহ গত ১৮ জুন বিকাল ৪টা ১০ মিনিটে করোনায় আক্রান্ত হয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। শুক্রবার তার শারিরিক অবস্থা অবনতি হলে তাকে আইসিইউ ইউনিটে প্রেরণ করা হয়।
ডা. এমদাদুল্লাহ পটুয়াখালী বাউফল উপজেলার মৃত আদুল মজিদ আহম্মেদ খানের ছেলে। তিনি বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডের বাসিন্দা। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ১২ তম ব্যাচের ছাত্র ছিলেন তিনি । এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে দুই চিকিৎসকের মৃত্যু হলো। এর আগে গত ৯ জুন মারা যান বরিশালের বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান রাহাত আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আনোয়ার হোসেন। তিনি শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ১৪ তম ব্যাচের ছাত্র ছিলেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার জানান, এখন পর্যন্ত বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৮ জন চিকিৎসক। এর মধ্যে মারা গেছেন দুজন। এদিকে গত ১২ ঘণ্টার ব্যাবধানে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা ও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন চার জন। বিষয়টি নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এস এম মনিরুজ্জামান।
Leave a Reply