শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে এক রোগী লাপাত্তা হয়ে গেছেন।
শনিবার হাসপাতাল থেকে নিখোঁজ হওয়া ৬০ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি ভোলার দৌলতখান উপজেলার কলাকোপা গ্রামে।
হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন এ তথ্যের সত্যতা স্বীকার করে জানিয়েছেন, শনিবার থেকে তাকে করোনা ওয়ার্ডে পাওয়া যাচ্ছে না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
তিনি জানান, ২১ মে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন ওই ব্যক্তি। ২২ মে রাতে রিপোর্টে তা করোনা রিপোর্ট পজেটিভ আসে। রাতেই করোনা ওয়ার্ডে দায়িত্বরতরা বিষয়টি ওই বৃদ্ধকে জানান।
পরিচালক বলেন, শনিবার দুপুরে ওই রোগীকে তার শয্যা পাশে খুঁজতে যান দায়িত্বরতরা। তখন থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না।
প্রসঙ্গত, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে এ পর্যন্ত ৪ জন রোগী নিখোঁজ হয়েছেন। এ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সচেতন মহলে।
Leave a Reply