রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৫৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলা ও দায়রা জজ,, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৮ জন ব্যাংক কর্মকর্তাসহ আরও ২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার নতুন আক্রান্তদের মধ্যে নেত্রকোনা জেলা ও দায়রা জজ,, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সদরে ৪ জন, কেন্দুয়ায় ৫ ব্যাংক কর্মকর্তাসহ ১১ জন, মদনে ৩ ব্যাংক কর্মকর্তাসহ ৪ জন, পূর্বধলায় ১ মোহনগঞ্জে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এই ২২ জন নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯৯ জনে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, জেলায় মোট ২ হাজার ৮৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৭৮৪ জনের নমুনা পরীক্ষা করা হলে জেলায় ১৯৯ জনের কোভিড-১৯ ধরা পড়ে। এ পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছে ২ জন। ৭০ জনের নমুনা পরীক্ষা এখনও বাকি রয়েছে। আক্রান্তদের মধ্যে ৪৮ জন সুস্থ হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পরীক্ষায় ওই লোকজনের শরীরে কোভিড-১৯ ধরা পড়ে।
সূত্র বলছে, জেলায় আক্রান্তের হার বৃদ্ধির পেছনে গ্রামে ফেরত লোকজনের ভূমিকা বেশি। আক্রান্তদের বেশিরভাগ পোশাক শ্রমিক ও সরকারী বেসরকারী কর্মকর্তা, প্রায় ৬০ ভাগই নারায়ণগঞ্জ, ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে ফেরা পোশাক শ্রমিক। বাকিরা তাদের সংস্পর্শে আসা ব্যক্তি।
জেলা সির্ভিল সার্জন তাজুল ইসলাম বলেন, জেলায় এ পর্যন্ত ১৯৯ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে অবশ্য ৪৮ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। আর দুজন মারা গেছেন।
Leave a Reply