শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৩৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বরিশালে দুর্ধর্ষ পেশাদার চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নগরীর কাউনিয়া থানাধীন ৩নং ওয়ার্ডের একটি বাসা থেকে তাদের আটক করে পুলিশ।
শুক্রবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, পেশাদার চোরচক্র একটি বাসায় চুরি করবে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কাউনিয়া থানার এসআই মো. ইব্রাহীম খলিল, এএসআই মো. মাসুম বিল্লাহ ও সংগীয় ফোর্সের সমন্বিত বিশেষ অভিযানিক টিম থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় নগরীর ৩নং ওয়ার্ডস্থ আব্দুর রব সেরনিয়াবাদ কলেজ এলাকার জনৈক মো. গিয়াস উদ্দিন আকনের বাসা থেকে চোর মো. মনির খান (৪৫) ও রিপন খান (৪৫) কে আটক করেন তারা। এ সময় তাদের কাছ থেকে চুরির সরঞ্জামাদি ও চোরাই আলামতসহ নগদ টাকা উদ্ধার করে পুলিশ। আটককৃত মনির বন্দর থানাধীন টুঙ্গিবাড়িয়া এলাকার মৃত করম আলী খানে পুত্র। আর রিপন খান একই থানাধীন সিংহেরকাঠি গ্রামের মৃত সেকান্দার আলী খানের পুত্র।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, জনৈক ভুক্তভোগী সৈয়দ মঈনুল মাহামুদ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply