সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৪৪ অপরাহ্ন
এইচ এম হেলাল : নগরীর রূপাতলী দারূল আবরার মডেল কামিল মারদাসার অধ্যক্ষ মুফতি মুহাম্মাদ রফীকুল ইসলামের বিরুদ্ধে জঙ্গি সদস্যদের আশ্রয় দেয়ার অভিযোগ পাওয়া গেছে।ভুয়া নাম দিয়ে ওই সংগঠনের নারী সদস্যদের ছাত্রী হিসাবে ভর্তি করান তিনি।গত সোমবার ঢাকার র্যাবের টিম গোপন সংবাদের ভিত্তিতে দারূল আবরার মডেল কামিল মারদাসার অভিযান চালিয়ে জঙ্গি সংগঠনের সাথে সংশ্লিষ্ট থাকায় এক নারী সদস্যকে আটক ও অপর এক নারী কে উদ্ধার করেছেন বিষয়টি সত্যতা নিশ্চত করেছেন অধ্যক্ষ রফীকুল ইসলাম।
এদিকে মারদাসার থেকে নারী সদস্য আটকের পর তাদের আশ্রয়- প্রশ্রায় দেয়া নিয়ে এলাকায় জুড়ে আলোচনা সমলোচনা ঝড় বয়ে যায়। কারো কারো মতে অধ্যক্ষ রফীকুল ইসলাম ওই মারদাসার পরিচালনার অন্তরালে জঙ্গি সদস্যদের সুযোগ করে দেয়ার মত পরিবেশ সৃষ্টি করে আসছে,বিষয়টি দীর্ঘদিন সকলের অজানা থাকলেও র্যাবের অভিযানের পর তার সংশ্লিষ্টতা থাকার ঘটনাটি ফাঁস হয়ে যায়।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় একাধীক ব্যাক্তি জানান,নিষিদ্ধ জঙ্গি সংগঠন বর্তমান সরকারকে বেকাদায় ফেলার জন্য বিভিন্ন জাগায় নাশকতার সৃষ্ঠি পায়তারা করে আসছে ।কিন্তু সরকারের কঠোর পদক্ষেপ ও দেশ জুড়ে আইন শৃখলা বাহিনীর সাড়াসী অভিযানের প্রেক্ষিতে এক সময় নিমূল হয়ে যায় ওই সংগঠনটি। হঠাৎ রূপাতলী দারূল আবরার মডেল কামিল মারদাসা থেকে ওই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের গ্রেফতার হওয়ায় ফের আলচনা সৃষ্টি হয় বলেন তারা।
অবশ্য অভিযোগের বিষয়টি মানতে না রাজ অধ্যক্ষ রফীকুল ইসলাম।তিনি বলেন এই প্রতিষ্টানটি কোন জঙ্গি সমর্থন করে না। অন্য এক প্রশ্নেরে জবাবে তিনি বলেন, নারী সদস্য জঙ্গি সংগঠনের সাথে যুক্ত ছিলো তা আমার জানা ছিলো না। সুপরিচিত মেহেন্দিঞ্জের এক লোকের মাধ্যেমে ভর্তি সুযোগ দেয়া হয়। পরবর্তী র্যাবের হাতে আটককের পর জানতে পারি তারা একটি সংগঠনের সাথে জরিত।
Leave a Reply