সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৩৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠী, নাজিরপুর ও কেরানীগঞ্জে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে জেল-হাজতে পাঠিয়ে হয়রানী করার প্রতিবাদে মানববন্ধ করেছে নিউজ এডিটরস্ কাউন্সিল বরিশাল। গতকাল রবিবার (১০ই মার্চ) বেলা ১২ টায় নগরীর প্রানকেন্দ্র বীরশ্রেষ্ঠ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক সদররোডে এ কর্মসূচি পালন করেন তারা।
নিউজ এডিটরস্ কাউন্সিলের সভাপতি সৈয়দ মেহেদী হাসানের সভাপতিত্বে মানববন্ধ কর্মসূচিতে বক্তব্য রাখেন বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সাধারন সম্পাদক দৈনিক যুগান্তর বরিশাল ব্যুরো প্রধান আখতার ফারুক শাহিন, বরিশাল রিপোর্টার্স ইউনিটি সহ-সভাপতি ও একাত্তর টিভি বরিশাল প্রতিনিধি বিধান সরকার, ইন্ডিপেনডেন্ট টিলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদ, শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব সাধারন সম্পাদক এস,এম, জাকির হোসেন, বরিশাল ডিবিসি টিভি চ্যানেল প্রতিনিধি অপূর্ব অপু, শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব ক্রিড়া সম্পাদক নাসিমুল হক,
বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক গোপাল সরকারসহ বরিশাল গন-সংহতি আন্দোলনের সদস্য সচিব হারুন আর রসিদ। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন নিউজ এডিটরস্ কাউন্সিল বরিশালের সহ-সভাপতি এম.কে. রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রিপন হাওলাদার, কোষাধ্যক্ষ আকির খান, ক্রীড়া সম্পাদক নাহিদ,
দফতর সম্পাদক আল-আমিন, সদস্য আমিনুল শাহিন, এমআর মন্টু, ফাহিম ফিরোজ, রিয়াজ পাটোয়ারী, এইচ.এম হেলালসহ সংগঠনের সদস্যবৃন্দ। মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন নিউজ এডিটরস্ কাউন্সিলের সাধারন সম্পাদক খন্দকার রাকিব।
Leave a Reply