রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন
কাউখালী প্রতিনিধি॥ কাউখালীতে আজ সোমবার করোনায় ২ জনের মৃত্যু হয়েছে এবং ১৮ জনের করোনা পরীক্ষায় ১১জন পজিটিভ রিপোর্ট এসেছে। ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত মানুষ। ডাক্তারি ব্যবস্থাপত্র ছাড়াই ফার্মেসী থেকে প্যারাসাটামিল ও এন্টিবায়োটিক কেনার জন্য রাত দিন ভীড়।
আজ সোমবার রাতে উপজেলার কুমিয়ান গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু তালেব মিয়ার ছেলে মোঃ নজরুল ইসলাম (৪০) করোনা আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। অপরদিকে আজ সোমবারই দুপুরে কাউখালী হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে উপজেলার কাঠালিয়া গ্রামের মোঃ নজরুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তি মারা যায়।
উপজেলা প্রশাসন ফার্মেসী গুলোকে ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া কোন ঔষধ বিক্রি না করার জন্য বারবার নির্দেশনা প্রদান করার পরও ফার্মেসীগুলো অবাধে প্যারাসিটামল ও এন্টাবায়োটিক বিক্রি করে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এভাবে চললে এলাকায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নিতে পারে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোছাঃখালেদা খাতুন রেখা।
তিনি সবাইকে স্বাস্থ্যকমপ্লেক্সে গিয়ে জ্বর, সর্দি, কাশি বিনামূল্যে পরীক্ষা করে করোনা নেগেটিভ বা পজিটিভ নিশ্চিত হওয়ার জন্য নির্দেশনা প্রদান করছেন এবং লোকজনের নিষেধাজ্ঞা মেনে যার যার ঘরে অবস্থানের জন্য পরামর্শ দিয়েছেন।
Leave a Reply