বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:১৮ অপরাহ্ন
কলাপাড়া প্রতিনিধি ॥ পটুয়াখালীর কলাপাড়ায় আব্বাস হাওলাদার (৬০) হত্যা কান্ডের প্রধান আসামী নীলগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শামীম খলিফা’র তিন দিনের পুলিশ রিমান্ড ও একই মামলার অপর এক আসামী মো. আনোয়ার খলিফা’র দু’দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা পি.বি.আই পটুয়াখালী’র ইন্সপেক্টর আবদুস সোবাহান’র পাঁচ দিনের রিমান্ড আবেদন শুনানী শেষে বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত শামিম খলিফার তিন দিন ও আনোয়ার খলিফা’র দু’দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর এলাকার বাসিন্দা মো. মোছলেম আলী খলিফার সাথে চাচাতো ভাই রশিদ খলিফার দীর্ঘদিন ধরে দ্বন্দ¦ চলে আসছিল। রশিদ খলিফা তার লোকজন নিয়ে বিরোধীয় জমিতে ঘর তোলেন। গত বছরের ২৭ সেপ্টেম্বর ভোররাত সাড়ে চার টার দিকে মোছলেম খলিফার লোকজন ওই ঘরে অতর্কিত ভাবে হামলা চালালে অন্তত: ৮ জন আহত হয়। এদের চিকিৎসার জন্য বরিশাল নেয়ার পথে আব্বাস হাওলাদার গুরুতর অসুস্থ হয়ে পড়লে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের আহতদের ভর্তি করে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্বাস হাওলাদার মৃত্যু বরন করেন। এ ঘটনায় নিহত আব্বাস হাওলাদার’র স্ত্রী মোসা. ফাতেমা বেগম বাদী হয়ে ৩৪ জনের নামে কলাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিকে শ্যালিকার আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল করায় জামাতা সজিব (৩৬) এর বিরুদ্ধে শ্বাশুড়ী ডিজিটাল নিরাপত্তা আইনে আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. দাউদ বিজ্ঞ আদালতে তিন দিনের রিমান্ড আবেদন করার পর বিজ্ঞ আদালত দু’দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন বলে আদালত সূত্রে জানা গেছে।
Leave a Reply