সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল বিভাগের ৬ জেলায় এই পর্যন্ত মোট ৪ হাজার ৮০১ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সুস্থ হয়েছেন ২ হাজার ৩৮১ জন এবং মৃত্যু হয়েছে মোট ৯৫ জনের। গড় হিসাবে মোট আক্রান্তের মধ্যে ৪৯ দশমিক ৫৯ শতাংশ রোগী এ পর্যন্ত সুস্থ হয়েছেন।
এর মধ্যে বরিশাল জেলায় ৪৭ দশমিক ৭২ শতাংশ, পটুয়াখালীতে ৪৪ দশমিক ০৫ শতাংশ, ভোলায় ৬৯ দশমিক ৩৬ শতাংশ, পিরোজপুরে ৪৫ দশমিক ৬৩ শতাংশ, বরগুনায় ৫২ দশমিক ৭৪ শতাংশ ও ঝালকাঠিতে ৫০ দশমিক ৬৪ শতাংশ রোগী সুস্থ হয়েছেন।
হিসাব অনুযায়ী এ পর্যন্ত বিভাগের মধ্যে ভোলা জেলায় সুস্থের হার সর্বোচ্চ। অপরদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি কর্পোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ২৬ হাজার ২৩ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, গোটা বিভাগে ২ হাজার ৩৮১ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়েছেন। যাদের এরই মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে।
Leave a Reply