শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ বলেছেন, ‘আমরা ইতিহাস থেকে জেনেছি, এই ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে শেখ মুজিবুর রহমান আজীবনের জন্য বাংলাদেশের রাষ্ট্র প্রধান হয়েছিলেন। এটার নাম কী গণতন্ত্র? সেদিন গণতন্ত্রকে হত্যা করেছিল আওয়ামী লীগ। এরপর আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে মানুষের বাক স্বাধীনতাকে হত্যা করেছে। গণতন্ত্রকে হত্যা করেছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা রহমতুল্লাহ উপস্থিত জনসাধারণকে প্রশ্ন করেন, আপনারা গত ১৫/২০ বছরে ভোট দিতে পেরেছেন। ভোট যদি আপনার না হয়, তাহলে তারা যদি ক্ষমতায় থাকে, তারা কী আপনার সুযোগ সুবিধা দেখবে, না তাদের সুযোগ সুবিধা দেখবে? একই কাজ হয়েছে, জনগণ তাদের ভোট দেয় নাই। তাদের ভোট লাগেও নাই, তারা শুধু তাদের আখের গুছিয়েছে।
তিনি বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে তারা হত্যা করতে চেয়েছিল। তারা তারেক রহমানকেও হত্যা করতে চেয়েছিল। কিন্তু ফয়সালা তো আল্লাহ রব্বুল আলামীনের কাছে। তিনিই ফয়সালা করে দিলেন যে, খালেদা জিয়াই সম্মানিত হবেন, তারেক রহমান বেঁচে থাকবেন।
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, তিনি কিন্তু ভারতে গিয়ে পালিয়েছন। তার সহকর্মীরা আজকে বিভিন্ন জায়গায়, বনে-জঙ্গলে পালিয়ে আছে। ভারতে গিয়ে পালিয়ে আছে। বিভিন্ন দেশে গিয়ে পালিয়ে আছে। কারা করেছে? আল্লাহ পাক যেমন কাবা ঘর রক্ষা করেছিলেন আবাবিল পাখি দিয়ে, তেমনি বাংলাদেশের মানুষকে রক্ষা করেছেন ছোট ছোট বাচ্চাদের রাজপথে নামিয়ে দিয়ে। যেন এক একটা আবাবিল। এই আবাবিলের মাধ্যমে আল্লাহ বাংলাদেশের মানুষকে রক্ষা করেছেন। আবার গত ১৫ বছর তিনি পরীক্ষাও করেছেন বিভিন্নভাবে।
Leave a Reply