শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:১০ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি ॥
গতকাল সকালে ঝালকাঠির পৌর সভার পুরাতন কলাবাগান এলাকায় এ ঘটনাটি ঘটে।ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীর স্ত্রী কুলসুম বেগম। থানায় লিখিত অভিযোগে ভুক্তভোগীর স্ত্রী কুলসুম বেগম জানান, ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী শহিদুল মৃধা,পিতা মৃত-আশ্রাব আলী মৃধা সাং পুরাতন কলাবাগান, ঝালকাঠি, আমার স্বামীর পুরাতন কলাবাগানের হামিদের স্ব মিল সংলগ্ন লাকরির ব্যবসা প্রতিষ্ঠানে এসে আমার স্বামীকে বলে এই এলাকায় ব্যবসা করতে হলে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা চাদা দিতে হবে। চাদা না দিলে মাদক ও নারী কেলেঙ্কারীতে ফাসাইয়া দেব।
এ সকল হুমকি ধমকি’র পর আমার স্বামী চাঁদা দিতে অস্বীকার করলে শহিদুল মৃধা ও তার সাঙ্গ পাঙ্গ মিলন, পিতা- মোঃ ইলিয়াস মৃধা, মিরাজ,পিং-মজিবর, মালা, স্বামী- শহিদুল মৃধা, হাল সাং পুরাতন কলাবাগান, ঝালকাঠি সদর,ঝালকাঠি বেদম মারধর করে রক্তাক্ত ফুলা জখম করে।এবং শহিদুল মৃধা ও মিরাজ জামার পকেটে থাকা নগদ ২০,০০০(বিশ হাজার) টাকা ছিনাইয়া নিয়া যায়।টাকা নেয়ার সময় বাধা দান করলে আমার স্বামীর দুই হাত পিটাইয়া ভেঙ্গে ফেলে। আমার ছেলে মোঃ রাসেল তার বাবাকে রক্ষা করতে গেলে উক্ত আসামীরা তাকেও বেদমভাবে পিটিয়ে রক্তাক্ত ফুলা জখম করে।শহীদ ও মিরাজ আমার স্বামী ও ছেলের গোপন অঙ্গে আঘাত করে।বর্তমানে আমার স্বামী ও ছেলে ঝালকাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমার স্বামী চান মিয়ার ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি রেজি. নং ১৯৭১/১ ও ছেলে মোঃ রাসেল হাওলাদারের ভর্তি রেজি. নং-১৯৭২/২ তারিখ-১৫/১০/২০১৮।বর্তমানে আসামীরা আমাদেরকে থানা পুলিশ বা মামলা না করার জন্য হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। অভিযুক্ত শহীদকে সদর থানার পুলিশ সোমবার বিকালে ৫৪ ধারায় আটক করে মঙ্গলবার আদালতে সোপর্দ করেছে। সরেজমিনে গিয়ে জানা যায়,ব্যবসায়িক দ্বন্দে মারামারির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ঝালকাঠির সদর থানার অফিসার্স ইনচার্জ শোণিত কুমার গাইন জানান, ঘটনাটির ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। শহিদ মৃধার ভাইর বউ রুমী বেগম ও তার ছেলে জানান চাদাবাজির কোন ঘটনা ঘটেনি,ব্যবসায়িক বিষয় নিয়ে মারামারি হয়েছে।
Leave a Reply