রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিনে ঢাকা ফেরত করোনা(কোভিড-১৯) উপসর্গ নিয়ে মো. রাজিব(২৮)নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুমূর্ষু অবস্থায় আনলে তাঁকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
কিন্তু পথের মধ্যেই এ্যামবুলেন্সে ওই যুবকের মৃত্যু হয়। রাজিব উপজেলার বড় মানিকা ইউনিয়নের চার নাম্বার ওয়ার্ডের আ. মালেকের ছেলে।
করোনায় মৃত্যু শুনে রাজিবের বাড়ির অন্য ঘরের লোকজন লাপাত্তা হয়ে গেছে। বড়মানিকা ইউনিয়নের চার নাম্বার ওয়ার্ডের রাজিবের নিজ বাড়ি কলিমের বাড়ির প্রতিবেশীরা জানান, ওই বাড়িতে ১৪-১৫ টি ঘর আছে। করোনায় মৃত্যু শুনে রাজিবের স্বজন ছাড়া অন্য ঘরের লোকজন সরে পড়েছে।
বড় মানিকা ইউনিয়নের চেয়ারম্যান জসিমউদ্দিন হায়দার জানান, রাজিবকে বাড়ির লোকজন হাসপাতালে নেয়ার পর পরই সে ছটফট করে মারা যায়। ওই বাড়ির লোকজন সরে পরার সংবাদ শুনে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
তাঁরা দাফনের ব্যবস্থা করেছে। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. তপতী চৌধুরী ওই রোগীর করোনার উপসর্গ ছিলো। অবস্থা খারাপ দেখে তাঁকে ভোলা প্রেরণ করা হয়।
তবে তাঁর করোনার নমুনা সংগ্রহ করা হয়নি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বশির গাজী জানান, ঘটনা শুনে ইসলামী ফাউন্ডেশনের দাফন-কাফন টিম পাঠানো হয়েছে। তাঁরা রাজিবের গোসল ও দাফন সম্পন্ন করেছে।
Leave a Reply