শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:পশ্চিমা লঘুচাপ ও কালবৈশাখীর প্রভাবে ঝড় আবহাওয়ার সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমে গেলেও এই মাসে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত হতে পারে।আবহাওয়াবিদ আব্দুল মান্নান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ সময় বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের উপস্থিতি বেড়ে যায়। যে কারণে বায়ুমণ্ডলে সৃষ্টি হয় বজ্রমেঘ। এই মেঘের কারণে বজ্রপাতসহ বৃষ্টি হয়। তিনি আরও বলেন, এমনিতেই মার্চের শুরু থেকে এপ্রিলের শেষ পর্যন্ত কালবৈশাখী ঝড়ের সময়। এরপর বজ্রমেঘের কারণে ঝড়ের আকার বজ্রঝড়ের মতো হয়ে যায়।
রবিবার (৩ মার্চ) আবহাওয়া অধিদফতরে দীর্ঘমেয়াদি পূর্বাভাস বিশেষজ্ঞ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় মার্চ মাসের পূর্বাভাস ছাড়াও ফেব্রুয়ারি মাসের আবহাওয়ার বিভিন্ন তথ্য-উপাত্ত নিয়ে আলোচনা করা হয়।
দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, মার্চ মাসে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যভাগে এক থেকে দুইদিন শিলাবৃষ্টিসহ মাঝারি ও তীব্র কালবৈশাখী বা বজ্রঝড় এবং দেশের অন্য এলাকায় তিন থেকে চারদিন শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি কালবৈশাখী বা বজ্রঝড় হতে পারে।
অন্যদিকে এই মাসে দিনের তাপমাত্রা বাড়তে শুরু করবে। সে হিসেবে দিনের তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলাসিয়াসের সামান্য বেশি থাকতে পারে। এছাড়া মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি ধরনের (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপদাহ বয়ে যেতে পারে।
Leave a Reply