বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:টাঙ্গাইলের ভুঞাপুরে হাসপাতালে সেবা না পেয়ে রাস্তায় খোলা আকাশের নিচে সন্তান প্রসব করলেন ফুলমতি (২৩) নামে এক প্রসুতি।বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে ১শ’ গজ দূরে এ ঘটনা ঘটে।ফুলমতি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাঁচটিকরি এলাকার রিপনের স্ত্রী।
প্রসুতির পরিবার ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে প্রসুতির প্রসব ব্যথা উঠে। পরে গুরুতর অবস্থায় ভ্যানযোগে ভূঞাপুর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কোনো ডাক্তার-নার্স না পেয়ে অন্যত্র সেবা পাওয়ার উদ্যেশে হাসপাতাল থেকে বেড়িয়ে আসে। হাসপাতাল চত্বর পার হয়ে থানা মোড়ে আসলেই পথিমধ্যে খোলা আকাশের নিচেই সন্তান প্রসব করে।
প্রসুতির স্বজনরা জানায়, ভোরে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে গেলে কোনো ডাক্তার নার্স কাউকে না পেয়ে অন্যত্র সেবার জন্য বেড়িয়ে আসলে ফুলমতি পথেই সন্তান প্রসব করে যা খুবই দুঃখজনক।
এদিকে হাসপাতালে কর্মরত ডাক্তার জানান, এই গর্ভবতী মা হাসপাতালে এসেছিলেন ঠিকই। কিন্তু কাউকে না বলেই চলে গেছেন। রাস্তায় কি হয়েছে তা আমরা জানি না।
এ ব্যাপারে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌফিক এলাহি বলেন, ‘আমি শুনেছি যে, এরকম একজন প্রসুতি রোগী এসেছিলেন। কিন্তু ঐ সময় কর্তব্যরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ওয়াশরুমে ছিলেন। তাই কাউকে না পেয়ে হাসপাতাল ছেড়ে চলে গেছে।
Leave a Reply