মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
বিনোদন ডেস্ক ॥ টিকটক জগতে পরিচিত দম্পতি প্রিন্স মামুন ও লায়লার সম্পর্ক এখন পুরোপুরি ভেঙে গেছে। এক সময় সামাজিক মাধ্যমে ঘনিষ্ঠতা আর ভালোবাসার নিদর্শন দিলেও বর্তমানে তাদের সম্পর্ক শুধুই কাদা ছোঁড়াছুঁড়িতে পর্যবসিত হয়েছে। একের পর এক বিস্ফোরক অভিযোগে মুখর হয়েছেন এই জুটি।
লায়লার সাম্প্রতিক ভিডিও বার্তায় উঠে আসে মামুনের বিরুদ্ধে একাধিক ভয়ঙ্কর অভিযোগ। তিনি বলেন, “মামুন আমার গর্ভের সন্তানকে মেরে ফেলেছে। বাসায় এসে চিৎকার-চেঁচামেচি করেছে। গাড়ি-বাড়ির দাবি তুলেছে।”
এছাড়াও, মামুন একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এবং নিয়মিত মাদক সেবন করেন বলেও অভিযোগ করেন তিনি। ভিডিওতে লায়লা বলেন, “আমি ওকে ভালো রাখতে চাইতাম। ও বললে আমি ডান দিককে বামও ভাবতাম।”
তবে তার সবচেয়ে আলোচিত মন্তব্যটি আসে শাকিব খানকে ঘিরে। তিনি বলেন, “আমার যদি টাকা থাকত, তাহলে আমি শাকিব খানকে টার্গেট করতাম, মামুনকে কেন করব?” তার এই বক্তব্যে অনেকে কটাক্ষ করলেও অনেকে এটাকে একজন নারীর হতাশা ও প্রতারিত হওয়ার বহিঃপ্রকাশ বলেই দেখছেন।
এদিকে মামুন পাল্টা অভিযোগ করে বলেন, “লায়লাই মাদকাসক্ত। সে আমাকে বারবার ব্ল্যাকমেইল করেছে। আমার কোনো ভুল নেই, সে নিজেই নাটক করছে।”
সমাজ বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা থেকে বোঝা যায়, কনটেন্টের নামে সামাজিক মাধ্যমে যা চলছে তা শুধু ‘বিনোদন’ নয়—এটি সামাজিক ক্ষতির কারণও হতে পারে। এতে ভুক্তভোগী যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি সমাজও বিভ্রান্ত হচ্ছে।
Leave a Reply