বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৩২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে দুটি রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।
রোববার ভোরে ২১নং চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত নূর হাকিম ওই ক্যাম্পের সি-ব্লকের হোসেন আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৪ টার দিকে উখিয়া উপজেলার হাকিম পাড়া ও জামতলী ক্যাম্পের একদল সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ ২১নং চাকমারকূল ক্যাম্পের সি-ব্লকে অবস্থান নেয়। সেখানে আগে থেকেই অবস্থান নেয়া তোহা বাহিনীর সঙ্গে গোলাগুলি ও সংঘর্ষ হয় তাদের। এতে ঘটনাস্থলেই নূর হাকিম গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এছাড়া ১০ জনের বেশি গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের কোপে আহত হন। তাদের ক্যাম্পের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজার ১৬ এপিবিএন-এর অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক। তিনি জানান, বর্তমানে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাদন্তে পাঠানো হয়েছে। আহতদের ক্যাম্পেই চিকিৎসা দেয়া হচ্ছে।
Leave a Reply