শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
আলম রায়হান, অতিথি প্রতিবেদক: পুলিশ বাহিনীতে মেধাবীদের সংখ্যা বেড়েছে। পুলিশ অফিসারদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের মেধাবী ছাত্র। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে মেধাবী মুখের সংখ্যা বাড়ছে পুলিশ বাহিনীর নীচের দিকেও। এমনই এক মেধাবী মুখ বরিশাল মেট্রোপলিটন পুলিশের কনস্টবল মাহমুদুল হাসান। তিনি সম্প্রতি বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন। শুধু তাই নয়, মাহমুদুল হাসান প্রথম শ্রেণীতে বিএ পাস করেছেন বরিশাল বিএম কলেজ থেকে।
কনস্টবল হিসেবে মাহমুদুল হাসান পুলিশ বাহিনীতে যোগদান করেন ২০১২ সালে। সম্প্রতি অনুষ্ঠিত বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় মোট ১২০ নম্বরের মধ্যে ১০৫ নম্বর পেয়ে তিনি প্রথম স্থান অধিকার করেন। একই পরীক্ষায় দ্বিতীয় হয়েছেন কনস্টবল শারমিন ও তৃতীয় স্থান অধিকার করেছেন কনস্টবল মেহেদী হাসান। সূত্র মতে, বিভাগীয় পদোন্নতির মাধ্যমে পর্যায়ক্রমে এডিশনাল এসপি পর্যন্ত হবার সুযোগ রয়েছে। আগে আরো অনেক উপরে যাওয়ার সুযোগ ছিলো।
সারা দেশের মতো সম্প্রতি বরিশালেও পুলিশের বিভাগীয় বিভিন্ন পদে পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় বিভিন্ন পদে অংশ নেন ৪৩৭ জন পুলিশ সদস্য। এর মধ্যে কনস্টবল থেকে নায়েক পদে ১০ জন, নায়েক থেকে এএসআই(সঃ) পদে ২ জন, এএসআই(সঃ) হতে এসআই(সঃ) পদে ২২ জন, কনস্টবল থেকে এটিএসআই পদে ৩৭ জন, এটিএসআই হতে টিএসআই পদ ৪ জন, কনস্টবল/নায়েক থেকে এএসআই(নিঃ) পদে ৩৪৮ জন এবং এএসআই(নিঃ) থেকে এসআই(নিঃ) পদে ১৫ জন বিভাগীয় পরীক্ষায় অংশ নেন। বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহনকারী ৪৩৭ জন এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন দু’শ জন।
সূত্র মতে, পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যরা আগামী জানুয়ারি নাগাদ নতুন পদে দায়িত্ব পালন শুরু করতে পারবেন। একই সূত্র আরো জানিয়েছে, উল্লেখিত পদোন্নতি পরীক্ষা একশ’ ভাগ সুষ্ঠু ও দুর্নীতি মুক্ত হয়েছে।
Leave a Reply