শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:মায়ের পরকীয়া প্রেমিককে ছুরি মেরে হত্যা করেছে এক ছেলে।ঘটনার পর থেকে পলাতক রয়েছে ঘাতক কিশোর।বুধবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কামরাঙ্গীরচরে এ ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর সোয়া ১টার দিকে তাঁর মৃত্যু হয়।জানা যায়, বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল নিহত হেলালের (৪২)। এর প্রেক্ষিতে গতকাল পাবনা থেকে বন্ধুর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে আসেন ঢাকার কামরাঙ্গীরচরে। হেলাল নিজেও বিবাহিত ছিলেন।এ খবর পেয়ে ওই নারীর ছেলে মাকে খুঁজতে কামরাঙ্গীরচর চলে আসেন।সকালের দিকে ওই নারীর ছেলে সানি দিলু রোডের বাসায় গিয়ে হেলালের শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করেন।পরে রক্তাক্ত অবস্থায় হেলালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে মৃত্যু হয় তার।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সতত্য নিশ্চিত করেছেন।
Leave a Reply