সোমবার, ১২ মে ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুর পৌরসভার সাহেবপাড়া এলাকায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান গাজীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত নোমান গাজী (২২) পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং সাহেবপাড়া এলাকার মো. শাহজাহান গাজীর ছেলে।
নোমানের ভাই এমরান গাজী জানান, কয়েক মাস আগে স্থানীয়দের সঙ্গে মিলে নোমান মাদক ব্যবসার প্রতিবাদ করেন এবং অভিযুক্ত মারুফ ওরফে কশাই মারুফকে প্রকাশ্যে বাধা দেন। তখনই মারুফ হুমকি দিয়েছিল যে, সে নোমানকে দেখে নেবে।
শনিবার রাতে গাজী এন্টারপ্রাইজ নামক পারিবারিক প্রতিষ্ঠানে বসে থাকার সময় মারুফ অতর্কিতে হামলা চালিয়ে নোমানকে ধারালো অস্ত্র দিয়ে হাতে ও পেটে কুপিয়ে জখম করে।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. স্বাগত রায় বলেন, “নোমানের হাতে ধারালো অস্ত্রের ক্ষত এবং পেটে গুরুতর ইনজুরি রয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
অভিযুক্ত মারুফ পিরোজপুরের পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। একাধিকবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং মাদকবিরোধী সচেতন মহল হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
Leave a Reply