শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:টাঙ্গাইলের সখীপুরে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে পাঁচজনের দ্বারা লাগাতার ধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে ১১ মার্চ উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের একটি বনে।
জানা যায়, ভিকটিম কিশোরী তার প্রেমিকের সাথে বহেড়াতৈল ইউনিয়নে ঘুরতে যায়। এ সময় পাঁচ তরুণ এসে তাদের বহেড়াতৈল রেঞ্জের আওতাধীন কাকড়াজান বিটের একটি বনে তুলে নিয়ে যায়। পরে প্রেমিককে সেখানে আটকে রেখে একে একে পাঁচজন মিলে কিশোরীকে ধর্ষণ করে। এ সময় তারা ধর্ষণের ভিডিও করে রাখেন। এক পর্যায়ে তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ধর্ষকরা পালিয়ে যায়।
ভিকটিম জানায়, তিনি তার বন্ধুর সাথে একসাথে বসে গল্প করছিলেন। এ সময় সাদ্দাম হোসেন, মো. জালাল, আশরাফুল ইসলাম, নজরুল ইসলাম ও আফাজ উদ্দিন তাদের তুলে নিয়ে যায়। পরে ওই পাঁচজন মিলে তার উপর নির্যাতন চালায়।
ধর্ষণের শিকার মেয়েটির বাবা বাবা জানান, বছর দুয়েক আগে মেয়েটি ষষ্ঠ শ্রেণিতে পড়া অবস্থায় একবার ধর্ষণের শিকার হয়েছিল। সখীপুর থানায় মামলাও হয়েছিল। এখনো মামলা চলছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে পাঁচজনকে আসামি করে সখীপুর থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন।
সখীপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবির বলেন, নির্যাতনের শিকার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সকালে মামলার দুই নম্বর আসামি মো. জালালকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply