শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:চট্টগ্রামে কর্ণফুলি নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মূল নির্মাণ কাজ শুরু হচ্ছে রবিবার (২৪ ফেব্রুয়ারি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন বেলা ১১টায় এ প্রকল্পের খনন কাজের উদ্বোধন করবেন।শনিবার (২৩ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাছের টিপু এ তথ্য নিশ্চিত করেছেন।টিপু জানান, প্রকল্পের চট্টগ্রামের পতেঙ্গাস্থ কনস্ট্রাকশন ইয়ার্ডে প্রধানমন্ত্রী দুই টিউব বিশিষ্ট দেশের প্রথম টানেলের খনন কাজের সূচনা করবেন।প্রায় আট হাজার আটশত আশি কোটি টাকা ব্যয়ে টানেলটি নির্মিত হবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের অধীনে এ কাজ চলবে।আগামী ২০২২ সালের মধ্যে টানেলের নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছে সেতু বিভাগ।
Leave a Reply