শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার বারইগাঁও গ্রামে পেট্রোল ঢেলে কৃষকের গোয়ালঘরে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে একটি গরু পুড়ে মারা গেছে। অগ্নিদগ্ধ হয়েছে আরও দুইটি গরু। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন দুই গৃহবধূ।
মঙ্গলবার দিবাগত রাতে বারইগাও গ্রামের নুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
বুধবার দুপুরে নুরুর ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায়, তার গোয়াল ঘর পুড়ে গেছে । গোয়ালঘরের সামনে দগ্ধ গরুর মরদেহ পড়ে আছে । নুরুল ইসলাম ও তার স্ত্রী অঝোরে কাঁদছেন। গ্রামের লোকজন তাঁদের সান্তনা দিচ্ছেন।
গ্রামের লোকজন জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে কে বা কারা নুরুর ইসলামের গোয়াল ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় । মূর্হুতের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। প্রতিবেশী তফাজ্জল ও কাজলের বসত ঘরেও আগুন ধরে যায়। বাড়ির লোকজন টের পেয়ে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে নুরুর ইসলামের গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় নুরুল ইসলামের একটি গরু মারা যায়। আরও দুইটি গরু অগ্নিদগ্ধ হয়। আগুন নেভানোর সময় গৃহবধূ কল্পনা (৩৫) ও নুরজাহান (২৬) আহত হয়।
নুরুল ইসলাম জানান, এর আগে গত রবিবার ও সোমবার রাতে পরপর দুইদিন কে বা কারা তাদের বাড়ির খড়ের গাদায় পেট্রাল ঢেলে দুইটি বড় খড়ের গাদা পুড়িয়ে দিয়েছে। তিনটি ঘটনায় পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে বলে নুরুর ইসলাম ও তাদের বাড়ির লোকজন ধারণা করছেন। এতে তাদের প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য ও নুরুল ইসলামের চাচাতো ভাই মোঃ লিটন মিয়া বলেন, জানা মতে তাদের কোন শত্রু নেই। কে বা কারা এ জঘন্য কাজটি করেছে তা তারা ধারণা করতে পারছি না।
পাগলা থানার ওসি মোঃ শাহিনুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
Leave a Reply