সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে একজন ফায়ারম্যানসহ দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন উপজেলা পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের বাসিন্দা ও উপজেলার জানখালী গ্রামের বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৭-৮ দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন একজন। রোববার তার শ্বাসকষ্ট বেড়ে গেলে গভীর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই রোগীর নমুনা সংগ্রহ করে চিকিৎসক তাকে জরুরি ভিত্তিতে বরিশাল অথবা খুলনা রেফার করেন। স্বজনেরা অ্যাম্বুলেন্স যোগে খুলনা নেয়ার পথে সোমবার ভোরে তিনি মারা যান।
অপরদিকে, আরেকজন গত ৩-৪ দিন ধরে সর্দি, গলাব্যাথা ও শ্বাকষ্টে ভুগছিলেন। রোববার দুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর অবস্থার অবনতি হলে ওই রোগীর নমুনা সংগ্রহ করে চিকিৎসক তাকে দ্রুত বরিশাল রেফার করেন। সোমবার দুপুরে বরিশাল নেয়ার পথে তিনি মারা যান।
Leave a Reply