রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় একই পরিবারের তিনজন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। উপজেলার আতরখালী গ্রামের আক্রান্ত পরিবারটির বাড়ি প্রশাসন শুক্রবার রাতে লকডাউন ঘোষণা করেছে।
উপজেলার ইকড়ি ইউনিয়নের আতরখালি গ্রামে দিনমজুর ইয়াসিন মল্লিক (৪৩) তার স্ত্রী নাসিমা বেগম(৩৫) ও তাদের প্রতিবন্ধী ছেলে ফোরকান মল্লিক(২৪) এর করোনা পজিটিভ আসলে প্রশাসন ওই পরিবারটিকে লকডাউন ঘোষাণা করে।
জানাগেছে, ওই পরিবারটির সন্তান প্রতিবন্ধী ছেলে ফোরকান মল্লিককে গত ৩ মাস আগে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যায়। চিকিৎসার জন্য পরিবারটি তিনমাস ঢাকায় অবস্থান করে। গত ২ মে তারা ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরে আসে।
প্রশাসন বিষয়টি জানতে পেরে গত ৬ মে পরিবারটির তিন সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। শুক্রবার রাতে তিনজনের করোনা সংক্রমনের ফলাফল পজেটিভ আসে। প্রশাসন রাতেই তাদের বাড়িটি লকডাউন ঘোষণা করে।
ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই পরিবারটিকে লকডাউনে রাখা হয়েছে। এ সময় তাদের নগদ অর্থ ও খাদ্য সহায়তা যথারীতি প্রদান করা হচ্ছে।
Leave a Reply