বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন
রাঙ্গাবালী প্রতিনিধি: লঘুচাপের প্রভাবে উত্তাল থাকা বঙ্গোপসাগরে ঢেউয়ের কবলে পড়ে পটুয়াখালীর রাঙ্গাবালীর ১৫ মাঝিমাল্লা নিয়ে জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৩ টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। তবে ডুবে যাওয়া ট্রলারের সব জেলেকে উদ্ধার হয়েছে। কিন্তু ট্রলারটি উদ্ধার করা যায়নি।
এসব তথ্য নিশ্চিত করেন ডুবে যাওয়া ট্রলারের মালিক উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর মাতুব্বর। তিনি জানান, সাগর উত্তাল হয়ে ওঠায় মাছ শিকারী জেলেরা ট্রলার নিয়ে উপকূলের কাছাকাছি নিরাপদে আসার রওনা হয়। কিন্তু প্রচন্ড ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে অন্য একটি মাছ ধরার ট্রলার এসে জেলেদের উদ্ধার করে। কিন্তু ডুবে যাওয়া ট্রলারটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে উপজেলার চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হাসান বলেন, আমরা এবিষয়ে খোঁজখবর নিয়ে দেখছি।
Leave a Reply