শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের দাবিতে পাঁচদিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক তরুণী (১৯)। তার দাবি, প্রেমিক জাকারিয়া বিয়ের প্রলোভনে তার সম্পর্ক গভীর করলেও এখন বিয়ে করতে চাচ্ছে না।
এদিকে, প্রেমিকার বাড়িতে আসার খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের মূলবেড়া গ্রামে প্রেমিক জাকারিয়া।
গত বুধবার থেকে জাকারিয়ার বাড়িতে অবস্থান নিয়েছেন পৌর এলাকার চর ঘাটিনা গ্রামের ওই তরুণী।
তরুণী জানান, পৌর শহরে অবস্থিত ঢাকা ক্লিনিকে কর্মচারী হিসেবে চাকরি করতেন। সেই সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তা গভীর পর্যায়ে পৌঁছায়। তবে এখন জাকারিয়া তাকে বিয়ে করতে চাচ্ছে না। যে কারণে বাধ্য হয়ে সে গত বুধবার জাকারিয়ার বাড়িতে অবস্থান নেয়।
তিনি জানান, তার আসার খবর পেয়ে প্রেমিক জাকারিয়া বাড়ি থেকে পালিয়ে গেছে। তবে জাকারিয়াকে বিয়ে না করে তিনি বাড়ি ছাড়বেন না বলে ঘোষণা দেন।
দুর্গানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফছার আলী জানান, ছেলে-মেয়ে উভয়ের পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। আশা করি মীমাংসা হয়ে যাবে।
Leave a Reply