মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:৫৯ পূর্বাহ্ন
মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় পারিবারিক জমিজমা বিরোধের জেরে নারী কাউন্সিলর মঞ্জু রানী সাওজালের (৫০) পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা।
এ ঘটনায় মঞ্জু রানী সাওজাল বাদী হয়ে স্বপন সাওজালকে প্রধান আসামি করে ৮ জন নামীয় ও অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
বুধবার (২ জুন) বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে মঠবাড়িয়া থানার ওসিকে এজাহার করার নির্দেশ দেন। মঞ্জু রানী সাওজাল মঠবাড়িয়া পৌর সভার ৭.৮.৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সবুজ নগর গ্রামের বিধান চন্দ্র সাওজালের স্ত্রী।
মামলা সূত্রে জানা যায়, একই বাড়ির স্বপন সাওজাল গংদের সাথে ওই নারী কাউন্সিলরদের জমি ও পারিবারিক বিরোধ চলে আসছিল। গত ২৬ মে দুপুরে নারী কাউন্সিল মঞ্জু রানী সাওজাল মন্দিরে পূজা দিতে গেলে প্রতিপক্ষরা বাঁধা দেয়।
এসময় কথার কাটাকাটির এক পর্যায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী এলোপাথাড়ি পিটিয়ে পা, পায়ের আঙ্গুল ও হাতের আঙ্গুল ভেঙে দেয়। এসময় তার সাথে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
মঠবাড়িয়া থানার ওসি মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply