মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন
রাজাপুর প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে উপজেলা সদরের বাদুরতলা মোড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের তল্লাশী করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি।
গ্রেপ্তাররা হলো- উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদরপুর গ্রামের মৃত নিজাম খন্দকারের ছেলে মো. নাজমুল খন্দকার (২৬), বড়ইয়া ইউনিয়নের উত্তর উত্তরপুর গ্রামের মৃত হুমায়ুন কবির হাওলাদারের ছেলে মো. শাওন হাওলাদার (২০)।
ঝালকাঠি গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক মো. মাইনউদ্দিন বলেন, এ ঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply