মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ১০২ (একশত দুই) পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ লিটন হাওলাদার (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
সোমবার (২৯জানুয়ারী) রাতে ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকার জনৈক রুবেল সরদারের মুদি দোকানের সামনে থেকে ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।আটককৃত লিটন পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার মাটিভাংগা এলাকার মোঃ সুলতান হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
ডিবি ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। আটককৃতর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোমবার রাতে রাজাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে ঝালকাঠি আদালত প্রেরণ করা হয়েছে। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply