সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুর সিভিল সার্জন অফিসের এক কর্মচারী কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত কর্মচারী বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন বলে পিরোজপুর সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে পিরোজপুর থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ল্যাবে (কোভিড-১৯) পরীক্ষার জন্য পাঠানো ৫৬টি নমুনা পরীক্ষা ছাড়াই ফেরত এসেছে।
নমুনাগুলোকে রিজেক্টেড দেখিয়ে ফেরত পাঠানো হয় বলে জানিয়েছেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি। তিনি জানান, ফেরত আসা সবগুলো নমুনাই ১৬ জুন বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছিল। কি কারণে নমুনাগুলো পরীক্ষা করা হয়নি তা শেবাচিম-এর ল্যাব কর্তৃপক্ষ উল্লেখ করেনি। তবে ফেরত আসা নমুনার ব্যক্তিদের আবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
সিভিল সার্জন জানান, পিরোজপুর সিএস অফিসের এক কর্মচারী কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো জানান, এ পর্যন্ত পিরোজপুর জেলার ৭ উপজেলা থেকে ২ হাজার ৭৭টি নমুনা পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। পাঠানো নমুনার মধ্যে ১৪৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এখনো ৭৪৬টি নমুনার পরীক্ষার ফল পাওয়া যায়নি।
Leave a Reply